আজকের টপিক: রীলে (এ.সি)
১. রীলে কিঃ
এটি এক প্রকার ইলেকট্রো ম্যাগনেটিক বা তড়িৎ চুম্বকীয় যন্ত্র বিশেষ। এতে একটা কয়েল বা অস্থায়ী বৈদ্যুতিক চুম্বক থাকে যার মধ্যে প্রয়োজনীয় পরিমাণ বিদ্যুত সরবরাহ করলে তা সুইচটিকে অন/অফ করতে পারে।
এটি এক প্রকার ইলেকট্রো ম্যাগনেটিক বা তড়িৎ চুম্বকীয় যন্ত্র বিশেষ। এতে একটা কয়েল বা অস্থায়ী বৈদ্যুতিক চুম্বক থাকে যার মধ্যে প্রয়োজনীয় পরিমাণ বিদ্যুত সরবরাহ করলে তা সুইচটিকে অন/অফ করতে পারে।
২. রীলের প্রধানত কয়টি অংশ থাকে?
রীলের প্রধানত ২টি অংশ থাকেঃ
ক. সুইচিং অংশ
খ. বিদ্যুত চুম্বকীয় অংশ
রীলের প্রধানত ২টি অংশ থাকেঃ
ক. সুইচিং অংশ
খ. বিদ্যুত চুম্বকীয় অংশ
৩. ইলেকট্রিক্যাল এ সাধারনত কত পিনের রীলে ব্যবহৃত হয়?
ইলেকট্রিক্যাল এ সাধারনত ৩ ধরনের পিনের রীলে ব্যবহৃত হয়।
ক. ৮ পিনের রীলে
খ. ১১ পিনের রীলে
গ. ১৪ পিনের রীলে
ইলেকট্রিক্যাল এ সাধারনত ৩ ধরনের পিনের রীলে ব্যবহৃত হয়।
ক. ৮ পিনের রীলে
খ. ১১ পিনের রীলে
গ. ১৪ পিনের রীলে
৪. রীলের পিন গুলো কি কাজে ব্যবহুত হয়?
রীলের পিন গুলো সাধারণত কন্টাক্ট তৈরি করা, কন্টাক্ট ব্রেক করা, ও
রীলেকে সচল করার কাজে ব্যবহুত হয়।
রীলের পিন গুলো সাধারণত কন্টাক্ট তৈরি করা, কন্টাক্ট ব্রেক করা, ও
রীলেকে সচল করার কাজে ব্যবহুত হয়।
৫. রীলেতে কি কি কন্টাক্ট থাকে?
ক. NC (Normally Close):
এই পিনটি সাধারণ ভাবে অন অবস্থায় থাকে। অর্থাৎ, রীলের কয়েলে উপযুক্ত বিদ্যুৎ সরবরাহ না থাকলে এটি কমোন পিনের সাথে সংযুক্ত (শর্ট) অবস্থায় থাকে।
ক. NC (Normally Close):
এই পিনটি সাধারণ ভাবে অন অবস্থায় থাকে। অর্থাৎ, রীলের কয়েলে উপযুক্ত বিদ্যুৎ সরবরাহ না থাকলে এটি কমোন পিনের সাথে সংযুক্ত (শর্ট) অবস্থায় থাকে।
খ. NO (Normally Open):
এই পিনটি সাধারণ অবস্থায় অফ থাকে। অর্থাৎ, রীলের কয়েলে উপযুক্ত বিদ্যুৎ সরবরাহ না থাকলে এটি কমোন পিন থেকে বিচ্যুত থাকে। কোনো ডিভাইস/বাতি কে সাধারণত এই পিন (NO) ও (কমোন – CO) পিনের সাথে সংযুক্ত করে সার্কিটে সুইচিং করা হয়।
এই পিনটি সাধারণ অবস্থায় অফ থাকে। অর্থাৎ, রীলের কয়েলে উপযুক্ত বিদ্যুৎ সরবরাহ না থাকলে এটি কমোন পিন থেকে বিচ্যুত থাকে। কোনো ডিভাইস/বাতি কে সাধারণত এই পিন (NO) ও (কমোন – CO) পিনের সাথে সংযুক্ত করে সার্কিটে সুইচিং করা হয়।
গ. CO (Common):
এটি হচ্ছে উপরোক্ত ২টি পিনের জন্যই কমোন (CO) হিসেবে ব্যবহার করা হয়।
এটি হচ্ছে উপরোক্ত ২টি পিনের জন্যই কমোন (CO) হিসেবে ব্যবহার করা হয়।
ঘ. Coil:
সুইচিং করার সময় এই পিন দ্বয়ে রীলে কয়েলের মাণ মতো ভোল্টেজ প্রবাহিত করা হয়। এই রীলে কয়েলের সাধারণত কোনো ফেজ/
নিউট্রাল প্রান্ত থাকে না। অর্থাৎ কয়েলটি যেকোনো ভাবেই কানেকশান লাগানো যেতে পারে।
সুইচিং করার সময় এই পিন দ্বয়ে রীলে কয়েলের মাণ মতো ভোল্টেজ প্রবাহিত করা হয়। এই রীলে কয়েলের সাধারণত কোনো ফেজ/
নিউট্রাল প্রান্ত থাকে না। অর্থাৎ কয়েলটি যেকোনো ভাবেই কানেকশান লাগানো যেতে পারে।
এই রকম আরও তথ্যমূলক পোষ্ট দেখতে চাইলে আমাদের পেজকে লাইক দিয়ে এক্টিভ থাকুন এবং শেয়ার করুন।
শুভ কামনায়- MAS Engineering & Technology.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন