Transmission & Distribution (Part-1)


আজকের টপিক: ট্রন্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশান (পর্ব-০১)



প্রশ্নঃ ১. ট্রান্সফরমার কি?
উত্তরঃ ট্রান্সফরমার এমন একটি স্থির যন্ত্র বিশেষ যেখানে কারেন্টের সাপেক্ষে, এসি সাপ্লাই এর ভোল্টেজ বাড়ানো বা কমানো হয়।
সহজ কথায় বলা যায়, এমন একটি ইলেক্ট্রনিক/ইলেকট্রিক্যাল যন্ত্র যেটি ইনপুট এ ইলেক্ট্রিক যে কোন ভোল্টেজ নিয়ে আউটপুটে ইলেকট্রিক ভোল্টেজ কম বা বেশি করে সরবরাহ দেয় কিন্তু এদের মধ্যে কোন তারের সংযোগ থাকবে না।
প্রশ্নঃ ২. কেন ট্রান্সমিশন লাইনে ট্রান্সফরমার ব্যবহার করা হয়?
উত্তরঃ
আমরা জানি,
P = V × I
• P = পাওয়ার,
• V = ভোল্টেজ,
• I = কারেন্ট
• অর্থাৎ, ভোল্টেজ ও কারেন্টের সমন্বয়েই মোট পাওয়ার। কারেন্টের পরিমাণ কমিয়ে ভোল্টেজ বৃদ্ধি করলেও মোট পাওয়ার প্রায়ই সমান থাকবে।
• আবার, কারেন্ট প্রবাহমাত্রা নির্ভর করে ক্যাবলের পুরুত্ব বা ক্যাবল কতোটা মোটা তার উপরে। অর্থাৎ ক্যাবল মোটা হলে বেশি কারেন্ট প্রবাহিত হতে পারবে আবার চিকন হলে কম কারেন্ট প্রবাহিত হবে। ট্রান্সমিশন লাইনে ভোল্টেজ বাড়িয়ে, কম কারেন্ট ব্যবহার করলে ট্রান্সমিশন ক্যাবলের খরচ কম পড়বে।
• এছাড়াও কারেন্ট প্রবাহ কম হলে ট্রান্সমিশন লাইন কম উত্তপ্ত হবে তাই কপার লস কম হবে, ফলে লাইনের আড়াআড়ি ভোল্টেজ ড্রপ কম হবে।
প্রশ্নঃ ৩. ট্রান্সফরমার মূলত কি কি জিনিস নিয়ে তৈরি হয়?
উত্তরঃ ট্রান্সফরমার মূলত নিম্নোক্ত জিনিস গুলো দ্বারা তৈরি হয়।
১। প্রাইমারী কয়েল
২। সেকেন্ডারী কয়েল ও
৩। ম্যাগনেটিক কোর
এছাড়াও প্রকারভেদ ও প্রয়োজন অনুসারে আরো বিভিন্ন যন্ত্রাংশ ব্যবহার হয়ে থাকে।
প্রশ্নঃ ৪. কোন বৈদ্যুতিক সংযোগ ছাড়া এক কয়েল থেকে অপর কয়েলে কিভাবে বিদ্যুৎ প্রবাহিত হয়?
উত্তরঃ এটাকে বলা হয় মিউচুয়াল ইন্ডাকশন। অর্থাৎ প্রাইমারী কয়েলে বিদ্যুৎ প্রবাহিত করলে এর চার পাশে একটি ম্যাগনেটিক ফিল্ড বা তড়িৎ চুম্বকীয় আবেশের সৃষ্টি হয়। আর এই ফিল্ড থেকে ফ্লাক্স সংগ্রহ করে সেকেন্ডারী কয়েল। তখন তাদের মধ্যে একটি মিউচুয়াল বা কমন ইন্ডাকশন এর তৈরি হয়। যার ফলে সেকেন্ডারীতে তড়িৎ প্রবাহিত হয়। এই প্রবাহিত তড়িৎ এর মান নির্ভর করে সেকেন্ডারী ও প্রাইমারী তে ব্যবহৃত প্যাঁচ সংখ্যার উপরে। যাকে বলে ট্রান্সফরমারমেশন রেশিও।
পরবর্তী পর্ব গুলো পেতে এবং আগের টপিক ‍গুলো পড়তে আমাদের পেজকে লাইক দিয়ে সাথে থাকুন এবং শেয়ার করুন। শুভ কামনায়- মাস্ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন