আজকের টপিক: পাওয়ার ফ্যাক্টর
প্রশ্ন: পাওয়ার ফ্যাক্টর কি?
উত্তর: এ.সি. সার্কিটে কারেন্ট ও ভোল্টেজের মধ্যবর্তী কোণের কোসাইন মানকে পাওয়ার ফ্যাক্টর বলে। বা
তড়িৎ প্রকৌশল বা ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ পাওয়ার ফ্যাক্টর হল একটিভ পাওয়ার এবং এ্যপারেন্ট পাওয়ারের অনুপাত।
উত্তর: এ.সি. সার্কিটে কারেন্ট ও ভোল্টেজের মধ্যবর্তী কোণের কোসাইন মানকে পাওয়ার ফ্যাক্টর বলে। বা
তড়িৎ প্রকৌশল বা ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ পাওয়ার ফ্যাক্টর হল একটিভ পাওয়ার এবং এ্যপারেন্ট পাওয়ারের অনুপাত।
প্রশ্ন: পাওয়ার ফ্যাক্টর কিভাবে প্রকাশ করা হয়?
উত্তর: পাওয়ার ফ্যাক্টর cosθ দ্বারা প্রকাশ করা হয়, যার মান ০ থেকে ১ পর্যন্ত হতে পারে। পাওয়ার ফ্যাক্টর নির্দেশ করে শতকরা কত ভাগ বিদ্যুৎ আমরা প্রয়োজনীয় কাজে ব্যবহার করতে পারি।
উত্তর: পাওয়ার ফ্যাক্টর cosθ দ্বারা প্রকাশ করা হয়, যার মান ০ থেকে ১ পর্যন্ত হতে পারে। পাওয়ার ফ্যাক্টর নির্দেশ করে শতকরা কত ভাগ বিদ্যুৎ আমরা প্রয়োজনীয় কাজে ব্যবহার করতে পারি।
প্রশ্ন: একটিভ পাওয়ার কি?
উত্তর: একটিভ পাওয়ার হল যতটুকু বিদ্যুৎ ক্ষমতা আমরা ব্যবহার করতে পারি, একটিভ পাওয়ার কিলোওয়াট (KW) এ পারিমাপ করা হয়।
উত্তর: একটিভ পাওয়ার হল যতটুকু বিদ্যুৎ ক্ষমতা আমরা ব্যবহার করতে পারি, একটিভ পাওয়ার কিলোওয়াট (KW) এ পারিমাপ করা হয়।
প্রশ্ন: রিএকটিভ পাওয়ার কি?
উত্তর: রিএকটিভ পাওয়ার হল যতটুকু বিদ্যুৎ ক্ষমতা আমরা ব্যবহার করতে পারি না, অর্থাৎ এ্যপারেন্ট পাওয়ার থেকে একটিভ পাওয়ার এর বিয়োগফল। রিএকটিভ পাওয়ার (kvar) এ পারিমাপ করা হয়।
উত্তর: রিএকটিভ পাওয়ার হল যতটুকু বিদ্যুৎ ক্ষমতা আমরা ব্যবহার করতে পারি না, অর্থাৎ এ্যপারেন্ট পাওয়ার থেকে একটিভ পাওয়ার এর বিয়োগফল। রিএকটিভ পাওয়ার (kvar) এ পারিমাপ করা হয়।
প্রশ্ন: এ্যপারেন্ট পাওয়ার কি?
উত্তর: এ্যপারেন্ট পাওয়ার হল মোট শক্তি যা একটিভ পাওয়ার আর রিএকটিভ পাওয়ারের যোগফল। এ্যাপারেন্ট পাওয়ার ভোল্ট-অ্যাম্পিয়ার(VA)এ পরিমাপ করা হয়।
উত্তর: এ্যপারেন্ট পাওয়ার হল মোট শক্তি যা একটিভ পাওয়ার আর রিএকটিভ পাওয়ারের যোগফল। এ্যাপারেন্ট পাওয়ার ভোল্ট-অ্যাম্পিয়ার(VA)এ পরিমাপ করা হয়।
প্রশ্ন: পাওয়ার ফ্যাক্টর কত প্রকার?
উত্তর: পাওয়ার ফ্যাক্টর তিন প্রকার যথা-
ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর (Lagging Power Factor)
লিডিং পাওয়ার ফ্যাক্টর (Leading Power Factor)
ইউনিটি পাওয়ার ফ্যাক্টর (Unity Power Factor)
উত্তর: পাওয়ার ফ্যাক্টর তিন প্রকার যথা-
ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর (Lagging Power Factor)
লিডিং পাওয়ার ফ্যাক্টর (Leading Power Factor)
ইউনিটি পাওয়ার ফ্যাক্টর (Unity Power Factor)
প্রশ্ন: ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর কি?
উত্তর: যখন কোন সার্কিটে ক্যাপাসিটিভ লোডের চেয়ে ইনডাক্টিভ লোডের পরিমাণ বেশি থাকে তখন ঐ সার্কিটের পাওয়ার ফ্যাক্টরকে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর বলে। অর্থ্যাৎ যে সার্কিটে কারেন্ট ভোল্টেজের পিছনে থাকে তাকে ল্যাগিৎ পাওয়ার ফ্যাক্টর বলে।
উত্তর: যখন কোন সার্কিটে ক্যাপাসিটিভ লোডের চেয়ে ইনডাক্টিভ লোডের পরিমাণ বেশি থাকে তখন ঐ সার্কিটের পাওয়ার ফ্যাক্টরকে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর বলে। অর্থ্যাৎ যে সার্কিটে কারেন্ট ভোল্টেজের পিছনে থাকে তাকে ল্যাগিৎ পাওয়ার ফ্যাক্টর বলে।
প্রশ্ন: লিডিং পাওয়ার ফ্যাক্টর কি?
উত্তর: যখন কোন সার্কিটে ইনডাক্টিভ লোডের চেয়ে ক্যাপাসিটিভ লোডের পরিমাণ বেশি থাকে তখন ঐ সার্কিটের পাওয়ার ফ্যাক্টরকে লিডিং পাওয়ার ফ্যাক্টর বলে। অর্থ্যাৎ যে সার্কিটে ভোল্টেজ কারেন্টের পিছনে থাকে তাকে লিডিং পাওয়ার ফ্যাক্টর বলে।
উত্তর: যখন কোন সার্কিটে ইনডাক্টিভ লোডের চেয়ে ক্যাপাসিটিভ লোডের পরিমাণ বেশি থাকে তখন ঐ সার্কিটের পাওয়ার ফ্যাক্টরকে লিডিং পাওয়ার ফ্যাক্টর বলে। অর্থ্যাৎ যে সার্কিটে ভোল্টেজ কারেন্টের পিছনে থাকে তাকে লিডিং পাওয়ার ফ্যাক্টর বলে।
আমাদের আরও নতুন নতুন পোষ্ট পেতে আমাদের পেইজকে লাইক ও শেয়ার করে সাথে থাকুন, পূর্বের পোষ্ট গুলো দেখতে আমাদের পেইজ ভিজিট করুন।
শুভ কামনায় - মোঃ সোহেল মেহেদী
শুভ কামনায় - মোঃ সোহেল মেহেদী
মাস ইন্জিনিয়ারিং এন্ড টেকনোলজী
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন