Industrial Automation Course (Beginner)


 




ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন  কোর্স কেন করব?

বাংলাদেশ এ আমরা যারা ইঞ্জিনিয়ারিং পড়ছি বা পাশ করে বের হয়েছি তারা একটা বিষয় কি কখনো খেয়াল করেছি? আমাদের জন্য সবচেয়ে বিশাল কাজের জায়গা হলো ইন্ডাস্ট্রি গুলো। কিন্তু একজন ইঞ্জিনিয়ার যখন একটা চাকুরী পেতে মাথার ঘাম পায়ে ফেলে, তখন এটা কি খুবই  অস্বাভাবিক নয়? আসল সমস্যাটা কোথায়? একজন গাড়ির ড্রাইভার এর বেতন ১০,০০০ থেকে ১২,০০০ হাজার টাকা হলেও অনেক ইন্ডাস্ট্রিতে আট থেকে নয় হাজার টাকাও ইঞ্জিনিয়াররা শুরুতে বেতন পায় না। কিন্তু কেন?


বেশিরভাগ ইন্ডাস্ট্রিগুলোতে প্রসেস গুলো সয়ংক্রিয় পদ্ধতি ব্যবহৃত হয় যা আমরা ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন বলে জেনে থাকি। আমাদের বর্তমান প্রজন্মের ইঞ্জিনিয়ারদের একাডেমে পড়াশোনাতে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন সম্পর্কে ধারনা এত কম থাকে যে তারা ফ্যাক্টরিতে অভিজ্ঞ টেকনিশিয়ানদের কাছে দাম পায় না। ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন সম্পর্কে কম জানার কারণ হলো এটা কোর্স কারিকুলাম এ সেভাবে থাকে না।


বেশিরভাগ ইউনিভার্সিটিতে এসব আধুনিক ডিভাইস (PLC, HMI, SCADA, DCS)এর ল্যাব নেই । নেই এ বিষয়ে কোনো বাস্তব ভিত্তিক ক্লাস, ফলে একমাত্র যারা ইন্ডাস্ট্রি তে কাজ করে তাদের পক্ষেই জিনিস গুলো সবচেয়ে ভালোভাবে বোঝানো সম্ভব । আর ইঞ্জিনিয়ারিং ছাত্ররা বেশিরভাগই প্রজেক্ট এর সময় বেছে নেয় Microcontroller ভিত্তিক প্রজেক্ট। যার সরাসরি প্রয়োগ ইন্ডাস্ট্রি তে একদম কম। সেখানে PLC, HMI, SCADA, DCS, VFD তে কাজ করতে পারা বা এটা প্রোগ্রামিং করতে পারাটা খুবই জরুরি। তাই ইঞ্জিনিয়ার হিসেবে সঠিক মুল্য পেতে হলে এখনি শিখুন অথবা একসময় পরিস্থিতি বাধ্য করবে শিখতে কিন্তু ততদিন অনেক অনেক পিছিয়ে যাবেন।


ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন কোর্স  এর গুরুত্ব:


*বর্তমানে সকল মেশিনে PLC ব্যবহার করা হচ্ছে , তাই যে কোন ইঞ্জিনিয়ারদের ইন্ডাস্ট্রিতে চাকরির জন্য PLC সম্পর্কে ভালো ভাবে জানা খুবই গুরত্বপূর্ণ।

*বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলোতে PLC সম্পর্কে খুব কমই দেখানো হয়। যার ফলে ইন্ডাস্ট্রিতে জব পেতে খুবই সম্যসা হয়, এবং জব পেলেও কাজ করতে গিয়ে অনেক প্রতিকূলতার মুখে পরতে হয়।

*PLC, HMI সম্পর্কে এবং PLC, HMI প্রোগ্রামিং জানা থাকলে খুব সহজে ইন্ডাস্ট্রিতে জব পাওয়া সম্ভব।


ইন্ডাসট্রিয়াল অটোমেশন কোর্স এ কি কি শিখতে পারবেন ??

৥ PLC এর হার্ডওয়্যার ও সফটওয়্যার বিস্তারিত বর্ণনা

৥ মেশিনে PLC ইনস্টল ও ওয়্যারিং
৥ PLC ডিজিটাল প্রোগ্রামিং
৥ PLC এনালগ প্রোগ্রামিং
৥ PLC সমস্যা হলে কিভাবে ট্রাবলসুট করতে হয়
৥ HMI হার্ডওয়্যার ও ওয়্যারিং বিস্তারিত বর্ণনা
৥ HMI ডিজাইন ও প্রোগ্রামিং
৥ PLC ও HMI কমিউনিকেশন প্রটোকল বিস্তারিত বর্ণনা
৥ ইত্যাদি।।       



💬 Get in Touch!

Do you need assistance or have inquiries? Send us your information and queries via the WhatsApp icon on the left side of the blog site, and our team will respond as soon as possible.


📞 WhatsApp: 01711-434082

📧 Email: msmahedi.2013@gmail.com
🌐 Youtube: @MahediAndScience

📲 Follow Us on Social Media:


Click Facebook

Click Youtube

Click LinkedIn



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন